নিজস্ব প্রতিনিধি ।।
বুধবার ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিকলী উপজেলা হলরুম কেন্দ্রে শান্তিপূর্ণভাবে কিশোরগঞ্জ জেলা পরিষদের ৯নং ওয়ার্ড (নিকলী) সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে জাকির হোসেন বাতেন (টিউবয়েল) প্রতীকে ৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আকবর (হাতি) পেয়েছেন ৩৮ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা আ. হামিদ (তালা) পেয়েছেন কোনো ভোট পাননি।
এ উপজেলায় (৯নং ওয়ার্ড) মোট ভোটার সংখ্যা ৯৪। সব ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে।