বাজিতপুরে বাড়ছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুরে মাঝারি শৈত্য প্রবাহে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। গত তিনদিন ধরে শীতের হিমেল বাতাস ও কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবনে আংশিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সাথে সাথে হঠাৎ করে আবহাওয়া বদল হওয়ায় শীতজনিত বিভিন্ন রোগের প্রার্দুভাবও বৃদ্ধি পেয়েছে। আর এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারের শিশু ও আবাল বৃদ্ধরা।
bajitpur-kuasha
রোগের প্রকোপে গত তিন দিনে উপজেলায় অবস্থিত বেসরকারি উদ্যোগে পরিচালিত বাংলাদেশের স্বনামধন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রতিনিয়ত বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, সর্দি, কাশি জ্বরসহ শীতজনিত রোগীর সংখ্যা।
bajitpur-shit-rogi2
এ ব্যাপারে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন আবাসিক ডাক্তার জানান, প্রতিদিন রোগী বৃদ্ধি পাচ্ছে। আমরা এসব রোগীর সাধ্যমত চিকিত্‍সা দিচ্ছি। তবে আক্রান্তদের সম্পূর্ণ আরোগ্য হতে আরো চার/পাঁচ দিন লাগবে। ওষুধের সংকট না থাকলেও হাসপাতালটিতে জনবল সংকট রয়েছে বলে তিনি জানান।

Similar Posts

error: Content is protected !!