নিজস্ব প্রতিনিধি ।।
ঐতিহাসিক নিকলী জিসিপি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি সোমবার সকাল থেকে বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইসহাক ভূইয়া, নিকলী মুক্তিযোদ্ধা কলেজের প্রিন্সিপাল কারার মাহমুদা পারভীন, নিকলী জিসিপি মডেল স্কুলের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ, সহকারী ভূমি কমিশনার সোহেল রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, সদর ইউনিয়ন চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরুজ্জামান হাবীব, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল জাব্বার ও আবদুল করিম এ সময় উপস্থিত ছিলেন।
পরিচালনা কমিটির সভাপতি আলহাজ কারার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও রুবেল মাহমুদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়টির দেড় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, বর্তমান সরকারের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এই বিদ্যালয় থেকেই ম্যাট্রিকুলেশন পাস করেন।