কারপাশা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল রোববার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মোঃ আফজাল হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়া। সভা পরিচালনায় ছিলেন কারার সাইফুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আবু সাঈদ ইমাম, সদস্য জেলা আওয়ামী লীগ এডভোকেট সাজন প্রমুখ।
সম্মেলনে আব্দুল বারীকে সভাপতি ও বকুল মেম্বারকে সাধারণ সম্পাদক করে কারপাশা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।