কটিয়াদীতে হয়ে গেলো ঐতিহ্যবাহী কাবাডি খেলা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সুস্থ্য দেহে সুন্দর মন। মোবাইল আর ইন্টারনেটের জগতে এই প্রবাদগুলো যেন ম্লান হয়ে যাচ্ছে। হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা।

হারিয়ে যাওয়ার এই সময়ে তাই পাইকশা কাবাডি খেলা সংঘের উদ্যোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা বাজার সংলগ্ন মাঠে আয়োজন করা হয় এক কাবাডি খেলা।

শনিবার ৮ জুলাই বিকালে অনুষ্ঠিত কাবাডি খেলায় প্রধান অতিথি ছিলেন আচমিতা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাচ্চু। এ কে এম মুর্শেদ সজীব-এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক কামাল উদ্দিন, প্রতিবন্ধী সংগঠনের সভাপতি জসীম উদ্দিন, রাজীব সরকার পলাশ ও জুয়েল।

জেলা সদর, পার্শ্ববর্তী উপজেলাসহ ২৮জন প্রতিযোগী খেলায় অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অর্জন করেন উপজেলার বনগ্রাম ইউনিয়নের আলমগীর হোসেন এবং দ্বিতীয় স্থান অর্জন করেন কিশোরগঞ্জ কাবাডি ক্লাবের অধিনায়ক জহিরুল ইসলাম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

Similar Posts

error: Content is protected !!