খালিয়াজুরীতে জেলেদের ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি ।।

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার রসূলপুর গ্রামের জেলেদের ফাঁদে একটি মেছো বাঘ ধরা পড়েছে। রোববার ৯ জুলাই বিকালে রসূলপুর গ্রামের জেলে সাগর দাস, গোবিন্দ্র দাস, রবিন্দ্র দাস, অধীর দাস ও আছমান বেপারী জগন্নাথপুর গ্রামের মহুয়ার বাঁকের জঙ্গল থেকে বাঘটি ধরে।

পরে খালিয়াজুরী উপজেলা বন বিভাগের কর্মচারী আব্দুল হেকিম বাঘটি উদ্ধার করেছেন। বাঘটি এখন তার তত্ত্বাবধানে রয়েছে বলে জানান।

উপজেলার রসূলপুর গ্রামের আছমান বেপারী বলেন, আমরা মাছ ধরতে গেলে ওই মেছো বাঘটিকে দেখতে পাই। পরে গ্রামের লোকজনের সহযোগিতায় জাল দিয়ে মহুয়ার বাঁকের জঙ্গল থেকে ধরে জগন্নাথপুর বাজারে নিয়ে যাই। খবর পেয়ে আশপাশের গ্রামের উৎসুক শত শত মানুষ বাঘটি দেখতে বাজারে ভিড় করেন।

পরে মেন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লোকমান হেকিম বন বিভাগকে বিষয়টি জানালে উপজেলা বন বিভাগের কর্মচারী আঃ হেকিম বাঘটি নিয়ে যান। জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দ্বীন ইসলাম বলেন, আমরা বাঘটি উদ্ধার করে আমাদের তত্ত্বাবধানে নিয়ে এসেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাদের সিদ্ধান্ত পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Similar Posts

error: Content is protected !!