মদ খেয়ে বেহুঁশ হওয়ার শীর্ষে কোন দেশ!

আমাদের নিকলী ডেস্ক ।।

“খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল”— গানটি শুনলে সবচেয়ে দ্রুত “এই তো জীবন” বলবেন সম্ভবত অস্ট্রেলীয়রা! অন্তত সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এল এমনই তথ্য।

একটি আন্তর্জাতিক সংস্থার করা বিশ্বব্যাপী সমীক্ষায় দেখা গেল গড়ে বছরে প্রায় ২৭ বার মাতাল হয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকরা। যা গোটা বিশ্বের হিসাবে প্রায় দ্বিগুণ। প্রসঙ্গত গোটা বিশ্বে অতিরিক্ত সুরা পান করে বেঁহুশ হওয়ার গড় বছরে ১৫ বারের কাছাকাছি।

সমীক্ষায় একটি বিষয় কিন্তু স্পষ্ট, কোভিড ও লকডাউনে মদের চাহিদার বিপুল বৃদ্ধি গোটা বিশ্বজুড়েই। মানুষ বেশি করে ঝুঁকেছেন সুরাপানের দিকে।

Similar Posts

error: Content is protected !!