নিজস্ব প্রতিবেদক ।।
নিকলীতে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে।
সকালে সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শহীদ স্মরণে নিকলীর সামাজিক, রাজনৈতিক সংগঠনসহ সব শিক্ষা প্রতিষ্ঠান পদযাত্রার আয়োজন করে।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।