মো. আরিফুল ইসলাম, বাজিতপুর প্রতিনিধি।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা জাতীয় পার্টির সদ্য প্রয়াত সভাপতি হাজী দ্বীন ইসলাম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বুধবার বিকালে বাজিতপুর বাজারস্থ এবি সিদ্দিক টাওয়ারে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।
উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জজ মিয়ার সভাপতিত্বে কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেন বিশেষ অতিথি ছিলেন।
এছাড়াও শোকসভা ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আশরাফ উদ্দিন রেনু, পৌরমেয়র আনোয়ার হোসেন আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।