বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় এক জুয়াড়ির ৩টি দাঁত বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার ১৪ মার্চ রাত ১২টায় এ ঘটনা ঘটে।
আহত মজনুকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলা সদরের পুকুরপাড় গ্রামের মৃত উনালির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিকলী উপজেলা সদরের টিএন্ডটি ভবনের পেছনের জমিতে দীর্ঘদিন যাবত জুয়ার আসর বসছে। ভবনের আড়ালে বিধায় সহজে চোখে পড়ে না।
মঙ্গলবার রাতে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে পুকুরপাড় গ্রামের মৃত শহর আলীর ছেলে আবদুল (২০) ও মজলু তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আবদুলের কিলে (ঘুষিতে) মজলুর সামনের ওপরের সারির ৩টি দাঁত বিচ্ছিন্ন হয়ে যায়। দুটি দাঁত স্থানচ্যুত হয়।
রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মজলু জানান, ঝগড়ার বিষয়টি স্পর্শকাতর হওয়ায় মামলা করবে কি না ভাবছে।