প্রকৃতি

প্রকৃতিতে চলছে বসন্তকাল। বাংলার বনে-বাদাড়ে এখন ফুলের সমারোহ। এ সময়টাতে রঙ-বেরঙের ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরাও। ‘রক্তদ্রোণ’ ফুল থেকে মৌমাছির মধু আহরণের এ ছবিটি সোমবার ২০ মার্চ বিকেলে করিমগঞ্জের খয়রত গ্রাম থেকে তুলেছেন আমাদের নিকলী ডটকম-এর বিশেষ প্রতিনিধি মো: আল আমিন

Similar Posts

error: Content is protected !!