নিকলীতে বিশ্ব পানি দিবস ২০১৭ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নিকলী’র উদ্যোগে বিশ্ব পানি দিবস ২০১৭ উদযাপিত হয়েছে। অনুষ্ঠান সহযোগিতায় ছিলো প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও পপি রি-কল প্রকল্প। এ উপলক্ষে ২২ মার্চ বুধবার একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা পরিষদ অডিটরিয়াম নিকলীতে নিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য বিষয় “ওয়েস্ট ওয়াটার তথা বর্জ্য পানির ব্যবস্থাপনা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন মোঃ সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি)।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সমন্বয়কারী মোঃ ইকবাল হোসাইনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বেগম রওশন আরা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূরুজ্জামান হাবিব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আমিনুর রহমান ভূঞা, পপি রি-কল প্রকল্পের সমন্বয়কারী মোঃ মোশারফ হোসেন খান প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, নিকলী উপজেলার গণমাধ্যমের সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, আমরা অহেতুক যেভাবে প্রতিনিয়ত পানির অপচয় করি তা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য পানীয় জল সংকটের কারণ হয়ে দাঁড়াবে। তাই এ ব্যাপারে আমাদের এখনই সচেতন হতে হবে। তিনি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার ও স্বাস্থ্যাভ্যাস পালন বিশেষ করে সাবান দিয়ে হাত ধোয়ার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে অতিথিবৃন্দ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যভ্যাস পালনকারী আদর্শ মাদেরকে হ্যান্ডওয়াশ ডিভাইজ পুরস্কৃত করেন। আলোচনা শেষে সাবান দিয়ে হাত ধোয়ার ওপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া নিকলী উপজেলার ৭টি ইউনিয়নেই বিশ্ব পানি দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হয়।

Similar Posts

error: Content is protected !!