নিজস্ব প্রতিবেদক ।।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে দুই ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগি সংগঠন। এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু এবং অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. শফিকুল আলম রাজন। দুই গ্রুপের ব্যানারেই “উপজেলা বিএনপির উদ্যোগে”র কথা শোভা পেতে দেখা যায়।
সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুল আলম রাজনের নেতৃত্বে নিকলী পুরান বাজার মোড় থেকে এক র্যালী ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নিকলীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিকলী পুরান বাজার মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, বিএনপি নেতা আবু বাক্কার, জাসাস সভাপতি কামরুল হাসান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, উপজেলা কৃষক দলের সভাপতি মুক্তিযোদ্ধা আঃ করিম, উপজেলা তাঁতীদলের সভাপতি আবুল কাশেম জজ মিয়া, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, উপজেলা ছাত্রদল সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ তুহিন, গুরই ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, গুরই ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত কবীর নাদিম, মোজাম্মেল হক, ছাত্রনেতা হৃদয় হাসান, আশিক মাহমুদ আষাঢ়, হিমেল আহমেদ প্রমুখ।
এতে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম রাজন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনিত সকল ষড়যন্ত্র তৃণমূল বিএনপির সকল নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। তিনি হুশিয়ারী দিয়ে বলেন, নতুন করে শুরু হওয়া নিকলী থানাকে নিয়ে ভৈরব জেলায় অন্তর্ভুক্ত করার যে কোন অপচেষ্টা নিকলীবাসীদের সাথে নিয়ে প্রতিহত করা হবে, ইন শা আল্লাহ।
অন্যদিকে, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর নেতৃত্বে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় বিপুলসংখ্যক নেতা, কর্মী ও সমর্থকসহ একটি র্যালী বের হয়ে পুরাতন বাজার, গার্লস হাইস্কুল মোড় অতিক্রম করে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় দলীয় নেতা-কর্মীগণ শহীদদের স্মরণে কিছু সময় নিরবতা পালন করেন। এরপর বাদ্যযন্ত্র ও মিছিল সহযোগে র্যালিটি নতুন বাজারসহ নিকলীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় এসে শেষ হয়। র্যালী শেষে দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ-এর পরিচালনায় মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব, তাৎপর্য ও স্বাধীনতা যুদ্ধ চলাকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিকলী উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া, নিকলী সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছান্দালী মেম্বার, জারইতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইছ উদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপু, আশরাফ উদ্দিন, আতিকুল ইসলাম তালুকদার হেলিম, ডাঃ সাইফুল ইসলাম, আলহাজ মোঃ হারুন অল কাইয়ুম, প্রচার সম্পাদক সাহার উদ্দিন মেম্বার, দপ্তর সম্পাদক দিদারুল হক স্বাধীন, সহ-দপ্তর সম্পাদক কামরুল আহসান স্বাধীন, মহিলা বিষয়ক সম্পাদক রেখা মেম্বার, তথ্য ও গবেষণা সম্পাদক স্বাধীন, সিংপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন অর রশিদ, দামপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ আজিজ মেম্বার, কারপাশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মফিজ মেম্বার, সাধারণ সম্পাদক হাজী রহমত আলী, জারইতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সরকার, গুরই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাঞ্চন, ছাতিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি হায়দার আলী কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা আজহারুল ইসলাম সোহেল, যুবদল নেতা রফিকুল ইসলাম লিটন, ছাত্রদল নেতা রাসেল, মোবারক, মোজাম্মেল প্রমুখ। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া বর্তমানে কারারুদ্ধ নেতা জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সোহেল-এর নিঃশর্ত মুক্তির দাবি জানান।