ইসলামিক ফাউন্ডেশনের ঈদে মীলাদুন্নবী সাঃ র্যালী ও আলোচনা সভা
ইসলামিক ফাউন্ডেশন নিকলী উপজেলার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী সাঃ উদযাপন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকাল দশটায় ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নিকলী উপজেলা সাব অফিস থেকে একটি র্যালী বের করে। র্যালীটি উপজেলা চত্তর প্রদক্ষিণ করে উপজেলা মসজিদে গিয়ে সমাপ্ত করেন। র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার এ,কে,এম মোস্তফা কামাল, উপজেলার আলেম, ইমাম শিক্ষক প্রমুখ।
এছাড়া ঈদে মীলাদুন্নবী সাঃ উপলক্ষে নিকলীর বিভিন্ন স্থানে পীরপন্থী মুসল্লীরা জসনে জুলুস মিছিল বের করে। রোববার ফজরের নামাজের পর প্রথম জসনে জুলুস মিছিলটি জারুইতলা ইউনিয়নের রসুলপুর গ্রামের হানিফ ভূইয়া মসজিদের ইমাম ফজলুর রহমানের নেতৃত্বে বের করে। রোদার পুড্ডার বাদশাহ মিয়ার নেতৃত্বে বেলা বাড়ার সাথে আরো একটি জসনে জুলুস মিছিল পুড্ডা বাজার থেকে বের করে। সকাল ৯টায় নিকলী ঈদগাহ থেকে দেওবাগী সমর্থক ও দরগাহবাড়ী মসজিদের মুসল্লীদের উদ্যোগে আরো একটি মিছিল বের হয়। মজলিশপুরের পীর মন্জিল থেকে এনামুলের নেতৃত্বেও একটি জসনে জুলুস মিছিল বের হয়।