সংবাদদাতা ।।
জারুইতলা ইউনিয়নে সাজনপুর ইসলামী সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল সাজনপুর হাসপাতাল মাঠসংলগ্ন সোমবার অনুষ্ঠিত হয়েছে। মাওলানা নাছির উদ্দিনের সভাপতিত্বে তাফসির মাহফিল আছরের নামাজের পর থেকে শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়। মাহফিলে কোরআন তাফসির করেন : ডঃ আবুল কালাম আযাদ বাসার, অন্ধ হাফেজ রেজাউল করিম প্রমুখ। তাফসির শোনার জন্য নিকলী, কটিয়াদি, বাজিতপুর, পাকুন্দিয়া থেকে অসংখ্য মুসল্লী জমায়েত হন।