কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে আগাম প্রচারণায় নেমেছেন পুলিশের সাবেক মহা-পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।
রোববার ৭ মে বিকেলে তিনি কটিয়াদী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়, কটিয়াদী বাসস্ট্যান্ডে এক পথসভা ও তিন শতাধিক মোটর বাইক নিয়ে শোডাউন করেন।
মতবিনিময় ও পথসভায় তিনি বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আপনাদের সমর্থন ও সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, আমি দেয়ার জন্য এসেছি, নেয়ার জন্য নয়। কটিয়াদী-পাকুন্দিয়াবাসীর কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকির, কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মন, সাবেক ছাত্রলীগ নেতা তানভিরুল হক রাহাত, আবু ইছা মুঞ্জিল, শফিকুল ইসলাম নাজনু, সারোয়ার হোসেন শাহীন, সাবেক চেয়ারম্যান ছেনু মিয়া, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন। তার আগাম নির্বাচনী প্রচারণায় এলাকার সর্বমহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।