জেমস বন্ড অভিনেতা স্যার রজার মুর মারা গেছেন

আমাদের নিকলী ডেস্ক ।।

জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ জেমস বন্ডের অভিনেতা স্যার রজার মুর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। মঙ্গলবার ২৩ মে বিবিসির এক প্রতিবেদনে তার পরিবারের বরাত দিয়ে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

স্যার রজার মুরের পরিবারের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, মারা যাওয়ার আগে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া মোনাকোতে অনুষ্ঠিত হবে।

১৯৭৩ সাল থেকে ১৯৮৫ পর্যন্ত টানা ৭টি জেমস বন্ড সিরিজে অভিনয় করেন এই অভিনেতা। যার মধ্যে রয়েছে ‘লাইভ অ্যান্ড লেট ডাই’, দি স্পাই হু লাভড মি, ফর ইওর আইস অনলি, অক্টোপসি, মুনরেকার, এ ভিউ টু এ কিল এবং দ্য ম্যান উইথ গোল্ডেন গান।

উল্লেখ্য, ১৯২৭ সালের ১৪ অক্টোবর যুক্তরাজ্যের লন্ডন শহরের স্টকওয়েলে জন্মগ্রহণ করেন তিনি।

লাইভ অ্যান্ড লেট ডাই-এর একটি দৃশ্য
লাইভ অ্যান্ড লেট ডাই-এর একটি দৃশ্য
ফর ইওর আইস অনলি-এর একটি দৃশ্য
২০১৩ সালে একটি অনুষ্ঠানের শ্যুটিংয়ে

সূত্র : মারা গেলেন জেমস বন্ড অভিনেতা স্যার রজার মুর (কালেরকণ্ঠ অনলাইন, ২৩ মে ২০১৭)

Similar Posts

error: Content is protected !!