সংবাদদাতা ।।
সিংপুর ইউনিয়নের ঘোড়াদিঘা গ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় হানিফ প্রধান (৩৫) নামে একজন ভুয়া কবিরাজকে আটক করা হয়। জানা যায়, কিছু দিন আগে চাঁদপুর মতলবের রুহিতপাড় গ্রামের সিরাজ প্রধানের ছেলে কবিরাজি চিকিৎসা শুরু করে। কালো মানুষ সাদা করা, যাদের বিয়ে হয় না ৩ মাসের মধ্যে বিয়ের ব্যবস্থা করা নানান রোগের গ্যারান্টি প্রদান করলে এলাকাবাসীর সন্দেহ হয়। বিষয়টি নিকলী থানা পুলিশ জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় এস,আই জিয়াউর রহমানের নেতৃত্বে ভুয়া কবিরাজকে আটক করে। পরে শনিবার তাকে কিশোরগন্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
বিঃদঃ সিরাজ প্রধানের ছেলে ঘোড়া দিঘা গ্রামে এসে চিকিৎসা শুরু করে।