সংবাদদাতা ।।
আসন্ন ২০১৫ সালের ২রা ফেব্রুয়ারি এসএসসি ও দাখিল পরীক্ষায় দায়িত্ব পালনকারী কক্ষ পরিদর্শকদের নিয়ে বুধবার বিকাল তিনটায় নিকলী জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নিকলী উপজেলার ৯টি উচ্চবিদ্যালয় ও ৫টি দাখিল মাদ্রাসা থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কক্ষপরিদর্শকদের উদ্দেশ্যে মতামত ও নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরুজ্জামান হাবিব, নিকলী জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, মোহরকোনা দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুর রহমান, শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিউদ্দিন আহমদ, টেঙ্গুরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মজলিশপুর শহিদ স্মৃতি স্কুলের সহকারী শিক্ষক মহিউদ্দিন প্রমুখ।