সংবাদদাতা ।।
২৮ জানুয়ারি বুধবার দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কারার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, আওয়ামী লীগ নিকলী উপজেলা শাখার সভাপতি ইসহাক ভূঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবীব, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিরাজ, দামপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাসিম, আবু তাহের, মানিক সওদাগর, আওয়ামী লীগ দামপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আলী আকবর প্রমুখ। শিক্ষার উন্নয়নে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কারার সাইফুল ইসলাম ও অন্য বক্তারা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিলোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমন সাহা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।