মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের বাজিতপুরে চুরির ঘটনার পর আন্তঃ চোর দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ জুন বৃহস্পতিবার চোরের সিন্ডিকেটের ভিত্তিতে বাজিতপুর থানার ওসি আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াতের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আন্তঃ চোর দলের সদস্য উপজেলার নান্দিনা গ্রামের সোহান মিয়া (২৪), একই গ্রামের ফাইজুল মিয়া (২১) ও দড়ি ঘাগটিয়া গ্রামের অরুণ মিয়াকে (২৪) গ্রেফতার করে। এ সময় তাদের বাড়ি থেকে সাড়ে ৭ ভরি ওজনের স্বর্ণালংকার, ৬৪ হাজার টাকা ও উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের চুরিকৃত কম্পিউটার উদ্ধার করা হয়।
জানা যায়, ১৪ জুন বুধবার ভোর রাতে উপজেলা পরিষদ চত্বরের কাকুলী ভবনের রাস বিহারী দাসের বাসার গ্রিল কেটে একদল চোর স্টিলের আলমারি থেকে ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। এছাড়াও ২৭ মে উপজেলা শিক্ষা অফিসের কম্পিউটার চুরি হয়। এ দুই ঘটনায় পৃথক মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াত জানান, গ্রেফতারকৃত ৩ চোরকে জেলা কোর্টে চালান দেয়া হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের জন্য কিশোরগঞ্জ ২নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করা হবে।