সংবাদদাতা ।।
কিশোরগন্জের মিঠামইন উপজেলায় আন্তঃপ্রাথমিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার মিঠামইন ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠামইন প্রাথমিক শিক্ষা অফিসার শহিদ উল্লাহ। প্রধান অতিথি ছিলেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ হায়দার। অনুষ্ঠানে ৪৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন মিঠামইন আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ উদ্দিন, উত্তর গোপদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষক বদরুল আমিন প্রমুখ।