নিজস্ব প্রতিবেদক ।।
রোববার ৯ জুলাই কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা। সিটি ব্যাংক লিমিটেড আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সফল ব্যবসায়ীদের প্রকাশ্যে এসএমই ঋণ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে নিকলীর সফল ব্যবসায়ী হিসেবে ডেইজী ইন্ডাস্ট্রিজ-এর স্বত্বাধিকারী আব্দুল কাদির জিলানকে ২০ লাখ টাকার এসএমই ঋণের চেক তুলে দেয়া হয়। আব্দুল কাদির জিলানের বাড়ি নিকলী সদর ইউনিয়নের বড়পুকুরপাড়।
তিনি ২০০৬ সাল থেকে জেলা সদর কিশোরগঞ্জে ডেইজী ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনার সাথে যুক্ত রয়েছেন। তার প্রতিষ্ঠানে প্লাস্টিক ম্যাট ও মসজিদের জায়নামাজ জাতীয় পণ্য উৎপাদন করে আসছেন। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের বাবা। ব্যবসায়ে সফলতায় তিনি স্ত্রী ও পরিবারের সদস্যদের উৎসাহ প্রদানের কথা জানান। উল্লিখিত ঋণ তার ব্যবসায় সম্প্রসারণে কাজে লাগানোর কথা উল্লেখ করে তিনি বলেন, আমার প্রতিষ্ঠানে সরাসরি ৭০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। এই ঋণ প্রাপ্তিতে ব্যবসায়কে আরো সম্প্রসারিত করা হবে। এতে আশা করি আরো অনেকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমি সবার দোয়া চাই।
বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আতাউর রহমান প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আব্দুল হামিদ মিঞা।