সংবাদদাতা ।।
উপজেলার সিংপুর ইউনিয়নের গোরাদিঘা গ্রামে বুধবার সকালে চাচাত দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে উভয় পরে ৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে সুরুজ মিয়ার ছেলে আবু তাহের (৪০) ও অপরপ আপন চাচাত ভাই আসাদ (৪৭) পরে আসাদ এবং তার ভাতিজা ইকমান (১৬)কে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোরাদিঘা গ্রামের পতিত জমিতে গরু চড়ানোকে কেন্দ্র করে আপন দুই চাচাত ভাই আসাদ ও আবু তাহেরের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে আবু তাহেরের পরে লোকজনের লাঠির আঘাতে আসাদসহ তার ভাতিজা ইকমান এবং আবু তাহেরের পে আবু তাহেরসহ তার ছেলে হৃদয় (১৪) ও ভাতিজা তৌহিদ (১৫) আহত হয়। হৃদয় ও তৌহিদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।