প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা শুরু ১৯ নভেম্বর

আমাদের নিকলী ডেস্ক ।।

চলতি বছর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক ও মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর।

এ পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। ২৮ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেবে। বাসস

মঙ্গলবার ১৮ জুলাই সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির এক সভায় প্রাথমিক ও মাদ্রাসার ইবতেদায়ী পরীক্ষার এ তারিখ চূড়ান্ত করা হয়।

ডিসেম্বরের শেষ সপ্তাহে এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!