সংবাদদাতা ।।
অমর একুশ, জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে নয়টায় নিকলী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কর্মসূচীর অংশ হিসাবে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজ হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান প্রমুখ।