নিকলীর নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান এ এম রুহুল কদ্দুস ভূইয়া (জনি), ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, ভাইস চেয়ারম্যান (মহিলা) রেজিয়া আক্তার। আজ সোমবার (২৯ এপ্রিল ২০১৯) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে তারা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেন।

আজ সোমবার আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তারের কাছ থেকে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন তারা। সকাল ১০টায় অনুষ্ঠানটি শুরু হয় এবং দুপুর ২টায় সমাপ্ত হয়। এর আগে গত ২৭ এপ্রিল শনিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল ১০টায় চেয়ারম্যান, বেলা ১১টায় মহিলা ভাইস চেয়ারম্যান এবং দুপুর ১২টায় ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সাধারণ জনগণের পক্ষে আয়োজন করা হয় সংবর্ধনার। এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, দামপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের, কারপাশা ইউনিয়ন চেয়ারম্যান তাকি আমান খান, জারইতলা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম মানিক, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সলিমুল হক সেলিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) রেজিয়া আক্তার, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, সদ্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, দামপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের, কারপাশা ইউনিয়ন চেয়ারম্যান তাকি আমান খান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ মার্চ অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে জয়লাভ করেন চেয়ারম্যান এ এম রুহুল কদ্দুস ভূঞা (জনি), ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, ভাইস চেয়ারম্যান (মহিলা) রেজিয়া আক্তার।

নিকলী উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণে নিকলী উপজেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবার অভিনন্দন জানিয়েছে। সেই সাথে উপজেলার সার্বিক উন্নয়নে তাঁদের সাফল্য কামনা করেছে।

Similar Posts

error: Content is protected !!