ঢাকাস্থ নিকলী সমিতির সাংস্কৃতিক সম্পাদকের পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ।।

ঢাকাস্থ নিকলী সমিতির সাংস্কৃতিক সম্পাদক নিয়াদ হাসান রকির পিতা মো: এমরান বক্স গতকাল (সোমবার) ২১ আগস্ট ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।

এমরান বক্স কিডনি ও লিভার সংক্রান্ত রোগে ভুগছিলেন। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসার পর তার গ্রামের বাড়ি মজলিশপুর তালুকহাটিতে গত রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।

তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আজ (মঙ্গলবার) সকালে নয়াহাটি-দক্ষিণ বদরপুর জামে মসজিদে জানাজা শেষে নয়াহাটি-বদরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

মো: এমরান বক্সের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকাস্থ নিকলী সমিতি, নিকলী উপজেলাকেন্দ্রিক অনলাইন সংবাদমাধ্যম আমাদের নিকলী ডটকম।

তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন ডিভাইন ডিফেন্স কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এ এম রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!