বিশেষ প্রতিনিধি ।।
নিকলীতে ৮ম শেণি পড়ুয়া স্কুলছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ১৮ অক্টোবর অপহৃত ছাত্রীর পিতা বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে নিকলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিকলী উপজেলা সদরের বড়হাটি গ্রামের বাসিন্দা ও শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীটিকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে পার্শ্ববর্তী চুন্তিহাটির গিয়াস উদ্দিনের বখাটে ছেলে ইসলাম (২৪) বিরক্ত করতো। এ নিয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ইসলামের পরিবারকে বেশ কয়েকবার অবহিত করা হয়। এতে ইসলাম আরো ক্ষিপ্ত হয়ে উঠে।
গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পথে উপজেলা পোস্ট অফিসের সামনের রাস্তা থেকে ইসলাম ও তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে। অপহরণ কাজে তারা মোটরসাইকেল ব্যবহার করে বলে অভিযোগের সাক্ষীরা জানান।
নিকলী থানার পুলিশ ইনচার্জ মো.নাসির উদ্দিন ছুটিতে থাকায় অভিযোগ তদন্তকারী অফিসার নিকলী থানার এসআই মো. হাবিবুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।