সংবাদদাতা ।।
সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামের মৃত মস্তুফার ছেলে রুবেন (২২) একই গ্রামের আরজুর কন্যা আলিয়াপাড়া এবিএম নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মোছাম্মত নাজনিন (১৪) কে নিয়ে গত বৃহস্পতিবার রাতে পালিয়ে যায়। জানা গেছে, রুবেন ঢাকায় একটি বেসরকারি ফ্যাক্টরিতে চাকরি করে। নাজনিন ও রুবেন-এর মধ্যে দীর্ঘদিন যাবৎ মন দেওয়া-নেয়া চলছিল। পালিয়ে যাওয়ার আগের দিন রুবেন বাড়িতে আসে।
নিকলী থানার ওসি এ,কে,এম মাহবুব আলম জানান, ছাত্রী নাজনিনকে অপহরণ করা হয়েছে এমন একটি লিখিত অভিযোগ ছাত্রীর বাবা আরজু দাখিল করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

