বুলবুলের ছেলে মাহাদী অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলে


আমাদের নিকলী ডেস্ক ।।

ভিক্টোরিয়া অনূর্ধ্ব-১৩ দলের অধিনায়ক থেকে অস্ট্রেলিয়া জাতীয় অনূর্ধ্ব-১৫ দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের ছোট ছেলে মাহাদী ইসলাম।

ভিক্টোরিয়া দলে ভালো খেলার কারণেই বয়সভিত্তিক জাতীয় দলে ডাক পেয়েছেন মাহাদী।

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভিকে দেয়া সাক্ষাৎকারে মাহাদী বলেন, ‘আমি ভিক্টোরিয়া টিমের হয়ে জাতীয় প্রতিযোগিতায় খেলতাম। ওখানে ভালো খেলে অস্ট্রেলিয়া ১৫ দলে জায়গা পেলাম। একটা বিশ্বকাপ হবে আফ্রিকাতে। আগস্ট মাসেই। সেটা ইনশাল্লাহ খেলতে যাব।’

একইসাথে জানিয়েছেন বাবা আমিনুল ইসলাম বুলবুলের কাছেই ক্রিকেটের হাতেখড়ি তার, ‘আমি ব্যাটিং বা বোলিং সবকিছুই শিখেছি বাবার কাছ থেকে। মানে ভুলগুলো কী হচ্ছে বা কিভাবে আরও ভালো করা যায় এই ব্যাপারে পরামর্শ দেয় বাবা।’

বুলবুল পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন দীর্ঘদিন। মাহাদীর ইচ্ছা অস্ট্রেলিয়া ছেড়ে একদিন দেশের হয়ে খেলবেন।

দেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান বুলবুল অবশ্য এখনই সেসব নিয়ে ভাবছেন না। তিনি সবকিছু সময়ের হাতে ছেড়ে দিয়েছেন, ‘সময়েরটা সময়ই বলে দিবে। আসলে ওখানে সুযোগ সুবিধা অনেক বেশি খেলাধুলার। ভালো কোচ আছেন, যারা অনেক গভীরে গিয়ে কাজ করেন। সুযোগ সুবিধাটা অবশ্যই বেশি।’

সূত্র : অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ দলে বুলবুলের ছেলে  [চ্যানেল আই অনলাইন, ২১ ডিসেম্বর ২০১৭]

Similar Posts

error: Content is protected !!