দামপাড়ার দুর্জয় পাল অনিকের কৃতিত্ব


নিজস্ব প্রতিবেদক ।।

দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)। বরাবরের মতো স্কুলটির শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে চলেছে।

এ বছর নবম থেকে দশম শ্রেণিতে জিপিএ-৫ পেয়ে ১ম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছে দুর্জয় পাল অনিক। এ নিয়ে টানা ৫ বছর (ষষ্ঠ থেকে নবম) বার্ষিক পরীক্ষায় ১ম স্থান ধরে রেখেছে।

তাছাড়া অনিক অষ্টম শ্রেণিতে মেধা অন্বেষণ পরীক্ষায় নিকলী উপজেলায় ১ম স্থানসহ নবম শ্রেণীতে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছিল। তার এই ধারাবাহিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নিজ বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন (দুলাল) ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক অনিকের সাফল্যে উজ্জ্বলতর ভবিষ্যতের জন্য দোয়া করেন এবং অন্য শিক্ষার্থীদের এই অর্জন থেকে শিক্ষা লাভের পরামর্শ দেন।

দুর্জয় পাল অনিকের বোন প্রথমা পাল সাথী ও তাদের পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন। অনিকের ধারাবাহিক সফলতায় অভিনন্দন জানিয়েছে আমাদের নিকলী ডটকম পরিবার।

Similar Posts

error: Content is protected !!