জেএসসিতে অমিতের কৃতিত্ব


নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী উপজেলার সদর ইউনিয়নের অমরচাঁন সূত্রধরের নাতি, রঞ্জিত সূত্রধর ও মায়ারানী রায়ের ছেলে অমিত সূত্রধর এ বছর জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। অমিত নিকলী গোরাচাঁদ পাইলট মডেল হাইস্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫ সহ এ স্কুলে প্রথম স্থান অধিকার করেছে। অমিত তার বাবা-মায়ের প্রথম সন্তান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি জানান, অমিত সব সময়ই বিদ্যালয়ে নিয়মিত ছিল। বিদ্যালয়ে ও সহপাঠিদের সাথে সবসময়েই সে নম্র ও ভদ্রতার স্বাক্ষর রেখেছে। আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায় অমিত। তার বাবা রঞ্জিত সূত্রধর ও মা মায়ারানী রায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে এবং ভবিষ্যতে সে যেন ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করতে পারে সে জন্য সকলের সহযোগিতা কামনা করেছে।

Similar Posts

error: Content is protected !!