আব্দুল্লাহ আল মহসিন ।।
বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই-এর হাইকমিশনার উমর হামিদ স্বস্ত্রীক ঈদের ছুটির ফাকে কিশোরগন্জে নিকলীর হাওরে ভ্রমণ করেছেন। তিনি রোববার ১৯শে জুলাই ঢাকা থেকে নিকলীতে এসে দক্ষিণ দামপাড়ায় মাওলানা দেলোয়ার হোসাইন ক্বাসেমীর বাসভবনে অবস্থান করেন। সেখানে তার সাথে সৌজন্য সাক্ষাত করেন নিকলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, দামপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের, দামপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আকবর, নিকলী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কফিলউদ্দীন প্রমুখ। এ সময় ব্রুনাইয়ের হাইকমিশনার আগত ব্যক্তিদের সাথে ঈদের শুভেচ্ছা মতবিনিময় করেন। পরে বিকাল সাড়ে চারটায় তিনি স্বপরিবারে মাওলানা দেলোয়ার হোসাইন ক্বাসেমীর সাথে ইঞ্জিনচালিত ট্রলারে চড়ে নরসুন্দা নদী থেকে হাওরের সৌন্দর্য দেখার জন্য বেরিয়ে পড়েন। তিনি সোয়াইজনী নদী দেখে পূর্ব দিকে নিকলীর বেড়ীবাধে যান। সেখানে হাওরের অথৈ পানির ঢেউ আর বাতাস উপভোগ করেন। এসময় ঘুরে দেখেন গ্রামীণ পরিবেশ এবং দামপাড়া মাদ্রাসাতুল মাদানীয়া মাদ্রাসা মসজিদ পরিদর্শণ করেন ও সালাত আদায় করেন। রোববার সকালে ভ্রমণ শেষে তিনি নিকলী ত্যাগ করেন।
ভ্রমণ সম্পর্কে জানতে চাইলে “আমাদের নিকলী” প্রতিনিধিকে তিনি জানান, হাওর দেখে আমার খুব ভাল লেগেছে। নিকলীতে খুব সুন্দর সময় কেটেছে।”