ফ্রেন্ডস ফোরামের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

সংবাদদাতা ।।
নিকলীর সার্বিক উন্নয়নের অংশীদার হওয়ার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস্ ফোরাম’। গত ১৯ জুলাই আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কারার মাহমুদুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কারার মাহমুদুল হাসান
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব কারার মাহমুদুল হাসান

আরো উপস্থিত ছিলেন নিকলী উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহবুব আলম, নিকলী গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল জব্বার, শহীদ স্মরণিকা গার্লস হাইস্কুলের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল করিম এবং নিকলীর গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন ষাইটধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক (নবী)।


বক্তব্য রাখেন চমকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক খায়রুল ইসলাম (কাজল), জারুইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সেলিম, সাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি নিকলী উপজেলা শাখার সভাপতি আব্দুস সাত্তার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম এ চৌধুরী (মামুন)।


অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন কারার মাহতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আহাম্মদ আলী। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন জামিলুল করিম (তরুণ)। আপ্যায়নে ছিলেন মিয়া হোসেন, আবু তাহের ও হেলিম তালুকদার।


সবশেষে সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন সার্জেন্ট আবুল কাশেম (ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) ও সূচী বর্মন এবং নিকলীর সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীবৃন্দ। তবলায় ছিলেন- বাবু সুভাষ চন্দ্র বর্মন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!