ঈদ ২০১৫ উপলক্ষে ‘আমাদের নিকলী’ ফটো গ্যালারি প্রকাশের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের প্রথম গ্যালারি আজ প্রকাশ করা হলো। বন্ধুদের সাথে ঈদের আনন্দ উপভোগের ছবিগুলো পাঠিয়েছেন কফিল উদ্দিন মিঠু।
ঈদ ২০১৫ উপলক্ষে ‘আমাদের নিকলী’ ফটো গ্যালারি প্রকাশের উদ্যোগ নিয়েছে। নিকলীতে ঈদের নামাজের ছবি, বেড়ানোর ছবি ও দর্শনীয় স্থানসমূহের ছবি পাঠান। আপনার ক্রেডিটসহ প্রকাশ করা হবে।
পাঠানোর ঠিকানা : facebook.com/AmaderNikli অথবা amadernikli@gmail.com
প্রয়োজনে – 01755530979