কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী ছড়া উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

তিন দিন ব্যাপী ১৪তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ২০১৮ কিশোরগঞ্জ সমবায় কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসবে বাংলাদেশ ও ভারতের বিপুলসংখ্যক কবি ও ছড়াকার অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১ মার্চ) থেকে শনিবার পর্যন্ত এ উৎসবে বিভিন্ন সেশনে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার, কবিদের স্বরচিত ছড়া ও কবিতা পাঠ এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিশিষ্ট ছড়াকার রফিকুল হক দাদু ভাই।

অংশগ্রহণ করেন শিশুসাহিত্যিক আনজীর লিটন, আসলাম সানী, দীপ মুখোপাধ্যায়, শাকিল আহাম্মদ, শৈলেন্দ্র হালদার, সুজন বড়ুয়া, বদরুল হায়দার সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুলসংখ্যক কবি ও ছড়াকারবৃন্দ।

আয়োজকদের মধ্যে বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক আহমেদ উল্লাহ, উৎসবের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবুল কাশেম, শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, প্রফেসর মোহাম্মদ আশরাফ, গোলশান আরা বেগম, আবুল এহসান অপু প্রমুখ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সিদ্দিক উল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করেন সুজন বড়ুয়া, মহিবুর রহিম, স্বপন ধর প্রমুখ।

অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্যে কবি মহিবুর রহিম, কবি বাবুল রেজা, অমর চন্দ্র শীল ও সফুরা খাতুনকে সুকুমার রায় সাহিত্য পদক ও সম্মাননা প্রদান করা হয়। উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

Similar Posts

error: Content is protected !!