সংবাদদাতা ।।
নিকলী থানার এএসআই মো: মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট ২০১৫) সকালে রোদা নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ১২ লিটার চোলাই মদ উদ্ধার করেন। তবে ইঞ্জিনচালিত নৌকার মাঝি পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে ডুবিয়ে পালিয়ে যেতে সম হয়। মদ বহনকারী ইঞ্জিনচালিত নৌকাটিও পুলিশ জব্দ করেনি।
একটি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের কারপাশা গ্রামের মদ ব্যবসায়ী নির্মূল রবি দাসের চোলাই মদ একই গ্রামের মৃত ইনছব আলীর ছেলে মো: রমজান আলী বিভিন্ন বাজার ও মদের স্পটে পৌছে দেয়। এএসআই মোবারক হোসেন এই প্রতিনিধিকে জানান, মদ উদ্ধার হলেও মদ বহনকারী নৌকার মাঝিকে আমি চিনতে পারিনি। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।