সহকারী শিক্ষকদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল প্রশ্নে হাইকোর্টর রুল

আমাদের নিকলী ডেস্ক ।।

দেশের সরকারি স্কুলের সহকারী শিক্ষকদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ বুধবার (১১ এপ্রিল) এ আদেশ দেয়। চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট আমিমুল এহসান জুবায়ের। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

রিটের পক্ষে আমিমুল এহসান জুবায়ের সাংবাদিকদের জানান, ২০১২ সালে সরকার এক গেজেট জারি করে সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেয় এবং পদ অনুযায়ী তাদের দুটি টাইম স্কেল ও একটি সিলেকশন গ্রেড পাওয়ার কথা। কিন্তু ২০১৫ সালের পে-স্কেল আদেশ অনুযায়ী সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলুপ্ত করা হয়। এর ফলে সহকারী শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি পেলেও সময়ে সময়ে বেতন ভাতা বৃদ্ধির প্রক্রিয়া রুদ্ধ হয়ে যায়।

সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলোপের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটটি দায়ের করেন ভোলার ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোহাম্মাদ আলী বেলালসহ দেশের বিভিন্ন বিদ্যালয়ের ৩৮৮জন সরকারি শিক্ষক। সেই রিটের শুনানি নিয়ে আদালত বুধবার রুল জারি করে। বাসস

Similar Posts

error: Content is protected !!