চিত্রশিল্পী হাবিবুর রহমান বর্ণালী’র প্রথম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি, কটিয়াদী ।।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের সিনিয়র শিক্ষক, চিত্রশিল্পী, কটিয়াদী উপজেলায় আর্ট জগতের পথিকৃৎ, বিশিষ্ট ব্যবসায়ী, বর্ণালী আর্ট এন্ড ডিজিটাল সাইন ও বর্ণালী মডেল শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান বর্ণালী’র প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল (১৯ জুলাই বৃহস্পতিবার)।

হাবিবুর রহমান বর্ণালী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু ও কারুকলা ইনস্টিটিউট থেকে ফাইন আর্টসে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। শিক্ষা জীবন শেষে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন ডিজাইনার হিসাবে। সেখানে ৩ বৎসর ডিজাইনার হিসাবে কর্মরত ছিলেন তিনি।

নিজ এলাকায় তাঁর নকশায় তৈরি হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ। পরে এলাকার পিছিয়ে পরা লোকজনের জন্য তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন গ্রামে। আত্মনিয়োগ করেন শিক্ষকতা পেশায়।

তিনি ব্যক্তি জীবনে ছিলেন একাধারে সংস্কৃতি কর্মী ও উন্নয়ন কর্মী। তিনি শিক্ষকতার পাশাপাশি শুরু করেন ব্যবসা। কটিয়াদী পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সু-শাসনের জন্য নাগরিক (সুজন) কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ১৯ জুলাই ২০১৭ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। হাবিবুর রহমান বর্ণালী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।

Similar Posts

error: Content is protected !!