ফিফার বিশ্বকাপ দল : নেই রোনালদো-মেসি!

আমাদের নিকলী ডেস্ক ।।

ওয়ার্ল্ড কাপ টিম অব দ্যা টুর্নামেন্টের নাম ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টে ৩২টি দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র ৫টি দলের খেলোয়াড়রা ‘ওয়ার্ল্ড কাপ টিম’-এ শীর্ষ ১১ জনের তালিকায় স্থান পেয়েছেন।

স্থান পাওয়া তালিকায় সবো চারজন বিশ্বকাপ জয়ী ফ্রান্সের। দুইজন করে রয়েছেন ব্রাজিল, ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের। অবশিষ্ট একজন বেলজিয়ামের।

ফিফা টিমের খেলোয়াড়ের তালিকা : লরিস (গোলরক্ষক-ফ্রান্স), ট্রিপার (রাইট ব্যাক-ইংল্যান্ড), ভারানে (সেন্টার ব্যাক-ফ্রান্স), লভরেন (সেন্টার ব্যাক-ক্রোয়েশিয়া), ইয়ং (ফুল ব্যাক-ইংল্যান্ড), পওলিনহো (মিডফিল্ডার-ব্রাজিল), মদ্রিচ (মিডফিল্ডার-ক্রোয়েশিয়া), নেইমার (ফরোয়ার্ড-ব্রাজিল), এমবাপ্পে (ফরোয়ার্ড-ফ্রান্স), গ্রিজম্যান (ফরোয়ার্ড-ফ্রান্স) ও হ্যাজার্ড (অ্যাটাকিং মিডফিল্ডার- বেলজিয়াম)।

আর টিমের ফরমেশন সাজানো হয়েছে ৪-২-৩-১।

সূত্র : বাংলা নিউজ, ১৮ জুলাই ২০১৮

Similar Posts

error: Content is protected !!