আমাদের নিকলী ডেস্ক ।।
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২০ আগস্ট পবিত্র হজ।
এদিকে গত ২৭ দিনে ২৯৬টি ফ্লাইটে এক লাখ ৩৮৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪৫টি ফ্লাইটে ৫১ হাজার ৬৯০ জন এবং সৌদি এয়ারলাইন্সের ১৫১টি ফ্লাইটে ৪৮ হাজার ৬৯৪ জন হজযাত্রী সৌদি আরবে যান।
এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৬৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৩ হাজার ৬১৭ জন। বাংলাদেশ থেকে যাওয়া হাজিরা বর্তমানে পবিত্র মক্কা এবং মদিনায় অবস্থান করছেন।
সূত্র : সময় টিভি অনলাইন, ১১ আগস্ট ২০১৮