ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ঈদুল আযহার আনন্দ ছুঁয়ে যায়নি উপজেলার আলমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামবাসীকে।
২৫ আগস্ট বিকেলে সরেজমিন তাহেরপুর গ্রামে গিয়ে ভুক্তভোগী মাসুদুর রহমান, রাইহান আলী ও নূর মোহাম্মদের বর্ণনা মতে জানা যায়, গত প্রায় ২ মাস আগে নির্বাচন কমিশনের লোক পরিচয় দিয়ে ট্যাব, নির্বাচন অফিসের ভলিউম, এনআইডি কার্ডসহ ওই গ্রামে উপস্থিত হয় একটি চক্র।
পর্যায়ক্রমে তাহেরপুরসহ পার্শ্ববতী আরেকটি গ্রামের যুবক-যুবতী, বৃদ্ধ লোকজনের কাছ থেকে দুই হাতের ৪ আঙ্গুলের বায়োমেট্রিক ছাপ নিয়ে যায় এবং বলে যে, আমরা স্মার্ট কার্ড করে দেব। কালকে আবারও আসব।
পরবর্তীতে দেড় মাসেও না এলে লোকজন ভীত-সন্ত্রস্ত হয়ে স্থানীয় নির্বাচন অফিসে জানতে পারে যে, তারা একটি দুস্কৃতিকারী চক্র। পরে গ্রামবাসীর পক্ষে রাইহান আলী বাদী হয়ে ধামইরহাট থানায় একটি জিডি দায়ের করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি ভালোভাবে তাকে কেউ বলেননি। তবে গ্রামবাসীর বক্তব্য ভিন্ন। তারা দাবি করেন, ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করা হলেও ঘটনা সম্পর্কে জানতে তিনি আসেননি।
নির্বাচন অফিসারকে ফোনে পাওয়া যায়নি। থানার ওসি জাকিরুল ইসলাম জানান, এ বিষয়ে সাধারণ ডায়েরি গ্রহণ করেছি, জি.ডি নং-৭০০। ঘটনা তদন্তে থানা পুলিশ কাজ করছে।