শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো আগ্রাদ্বিগুন ছাত্রকল্যাণ সমিতি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আগ্রাদ্বিগুন ছাত্রকল্যাণ সমিতি-রাজশাহী’র উদ্যোগে শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার (২৪ আগস্ট ২০১৮) সকাল ১০টায় আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ৫ম থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের ১২তম কৃতি সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি।

এ সময় ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, চান মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আ. জলিল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সম্পাদক আলমগীর কবির, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন, ওসি জাকিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন, ইউনিয়ন আ’লীগ সম্পাদক গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক মাহমুদুল আলম রঞ্জু, সাংবাদিক আবুমুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

Similar Posts

error: Content is protected !!