৬ বছর পর ধামইরহাট মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সংগঠন “ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি”র বহুল প্রতিক্ষিত ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (৩ সেপ্টেম্বর ২০১৮)।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, ৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে।

৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধামইরহাট সুফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, চণ্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন ও ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।

সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শংকরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক আ. আলিম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় জগদল আদিবাসী স্কুলের সহকারী প্রধান শিক্ষক এ.কে.এম মাইনুল আহসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ১৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সূত্র জানায়। ৩ বছরমেয়াদি এ নির্বাচনে ভোটাররা সভাপতি পদে নতুন মুখ দেখতে চান।

উল্লেখ্য ২০১২ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কমিটির মেয়াদ পার হওয়ার পরও নির্বাচন না হওয়ায় শিক্ষকদের মাঝে বহাল থাকা ক্ষোভের অবসান হতে যাচ্ছে।

Similar Posts

error: Content is protected !!