সংবাদদাতা ।।
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মোঃ মাসুক মিয়ার সৌজন্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস সাহা অপূর তত্ত্বাবধানে, নিকলী সাহাপাড়ায় অসহায় হতদরিদ্র মহিলাদের মাঝে ৩ শতাধিক শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস সাহা অপূ, নিকলী উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ উবাইদুল হক সম্রাট, সাংবাদিক হাবীবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সবাই হাজী মোঃ মাসুক মিয়ার এই মানবিক সহযোগিতার প্রশংসা করেন। ভবিষ্যতেও মানবতার কল্যাণে তার হাত প্রসারিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।