ধামইরহাটে খানা তথ্য ভাণ্ডার শুমারীর তথ্য গ্রহণ শুরু

এম এ মালেক, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে খানা তথ্য ভাণ্ডার শুমারীর কাজ শুরু করেছে ধামইরহাট পরিসংখ্যান ব্যুরো। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর ২০১৮) সকাল ৯টায় ধামইরহাট পৌরসভা মেয়র মো. আমিনুর রহমানের বাসায় গিয়ে তথ্য সংগ্রহ করেন গণণাকারী সাবরিনা ও সুপারভাইজার জান্নাতুন তানজিম।

তথ্য সংগ্রহকারীরা পৌর মেয়রের জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে তথ্য সংগ্রহ সম্পন্ন করেন। এ সময় ধামইরহাট ১নং জোনের জোনাল অফিসার সজিব সারোয়ার, ২নং জোনের জোনাল অফিসার সাহাবুদ্দিন, মাস্টার ট্রেইনার বেলাল হোসেন, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

জোনাল অফিসার সজিব সারোয়ার জানান, অদ্য হতে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এ গণণার কাজ চলবে।

Similar Posts

error: Content is protected !!