ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নওগাঁর ধামইরহাট উপজেলার সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়াকে ক্রেস্ট প্রদান করেছে শিল্প ও সাহিত্যের কাগজ পালকি।
ধামইরহাট উপজেলায় আবৃত্তি পরিষদ গঠন, ক্ষুদে শিল্পী নির্বাচনসহ শিল্প-সাহিত্যে বিশেষ অবদান রাখায় সম্প্রতি শিল্প ও সাহিত্যের কাগজ পালকি’র সম্পাদক কবি অরিন্দম মাহমুদ বিদায়ী অতিথিকে এ সম্মাননা প্রদান করেন।
এ সময় উপজেলা আবৃত্তি পরিষদের আহ্বায়ক জাবিদ হোসেন মৃদু, সাহিত্যানুরাগী ব্যক্তিত্ব ও প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক, যুবলীগ সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবী সংগঠন দেখাবো আলোর পথের সভাপতি মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।