চঞ্চলরা ইতিহাস হন স্বার্থপররা নন : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রেসিডিয়াম মেম্বার চঞ্চল মেহমুদ কাশেমকে দেখতে গিয়ে বলেছেন, যুগে যুগে চঞ্চলরা ইতিহাস হন, স্বার্থপররা নন। যারা দেশকে, দেশের মানুষকে ভালোবেসে সকল সময় নিবেদিত থাকেন, তারা বিজয়ী হন। নিজের কথা না ভেবে, বাংলাদেশকে-বাংলাদেশের মানুষকে ভালোবেসে সকল সময় কাজ করেন, ভাবেন এই চঞ্চল মেহমুদ কাশেমদের মত অবিরত সাহসী-স্বার্থহীন মানুষেরা; অন্যদিকে ক্রমশ শেষ হয়ে যায় অন্যায়-অপরাধের আস্ফালন।

৪ আগস্ট গাজীপুরে Urinary tract-এর টিউমার অপারেশনের পর বিশ্রামে থাকা কলামিস্ট চঞ্চলকে দেখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, জাতীয় মহিলাধারার সহ-সভাপতি মমতাজ মেহমুদ, জাতীয় শিক্ষাধারার সদস্য আনন্দ মেহমুদ, অনন্যা মেহমুদ, মিলি আক্তার প্রমুখ।

এ সময় মোমিন মেহেদী নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি চঞ্চল মেহমুদ কাশেম-এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী ২৭ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিকধারার জাতীয় সম্মিলন বাস্তবায়নে নিদের্শনা গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!