সংবাদদাতা ।।
৮ম জাতীয় স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল এবং বেতন-ভাতাদিতে ইউএনও’র স্বাক্ষর প্রদান প্রথা চালুর বিপক্ষে প্রতিবাদ সমাবেশ করেছে নিকলী উপজেলা প্রকৃচি, ২৬ ক্যাডার বিসিএস সমন্বয় কমিটি, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা কৃষি প্রশিণ কেন্দ্রে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা নুরুজ্জামান হাবিবের সঞ্চালনায় ও সংগঠনটির উপজেলা সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তা মোঃ আবু তাহের ভূঞা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সারোয়ার জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহিদুলাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন এবং সংগঠনটির সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত।
সভাপতির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারি হিসেবে আমরা জনগণের সেবায় নিয়োজিত। আমরা শুধু জনপ্রতিনিধির নিয়ন্ত্রণে থাকতে চাই। কিছু দলবাজ কর্মকর্তা জনগণ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে চক্রান্ত করছে।